Header Ads Widget

test

শেষ বিকেলের আলো" অধ্যায় 4 ঢাকার দিনগুলো


 

অধ্যায় – ঢাকার দিনগুলো

অরিন্দম যখন ঢাকায় পড়তে এল, তখন মনে হয়েছিল যেন এক নতুন জগতে পা দিল। গ্রামের শান্ত, পরিচিত পরিবেশ ছেড়ে হঠাৎ করে শহরের ভিড়, ট্রাফিক, গাড়ির হর্ন, মানুষের ব্যস্ততা—সবকিছুই তাকে প্রথমে অচেনা মনে হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর শুরু হলো তার সংগ্রামী জীবন। হলে জায়গা পেলেও কোলাহল আর অচেনা মুখের ভিড়ে একাকিত্ব খুব করে ভর করত। কিন্তু একদিন জানালার পাশে বসে নিজের মনে বলল—
“না, আমি এখানে স্বপ্ন পূরণ করতে এসেছি। একদিন এই শহর আমার আপন হয়ে যাবে।”

সকালে ক্লাস, দুপুরে টিউশনি, বিকেলে লাইব্রেরি—এভাবেই দিন কাটতে লাগল। ক্লান্ত শরীর নিয়ে রাতে ঘরে ফিরলেও ডায়েরি খুলে লিখত—

"রূপা, আজ ভীষণ ক্লান্ত লাগছে। কিন্তু তোর হাসি মনে পড়তেই মনে হয়, সব কষ্টই সার্থক।"

মাঝে মাঝে বৃষ্টির দিনে শহরটাকে সুন্দর মনে হতো। রাস্তায় ভিজতে ভিজতে ভাবত—
“এখন যদি রূপা আমার পাশে থাকত! এই বৃষ্টিই হয়তো ওর শহরেও পড়ছে।”

ঢাকায় অরিন্দমের সবচেয়ে বড় ভরসা ছিল তার বন্ধু মিজান। প্রতিদিন রাতে মিজান তাকে সাহস দিয়ে বলত—
“দোস্ত, একদিন তুই জিতবি। এই কষ্ট বৃথা যাবে না।”

টাকার টানাটানির কারণে অনেক সময় অরিন্দম খাওয়াদাওয়া পর্যন্ত কমিয়ে দিত। কিন্তু রূপাকে কোনোদিন জানাত না। বরং চিঠিতে সবসময় লিখত—
“আমি ভালো আছি, তুই শুধু নিজের পড়াশোনার দিকে মন দে।”

ঢাকার এই দিনগুলো অরিন্দমকে অনেক কষ্ট দিলেও শেখাল—
স্বপ্নের পথে হাঁটতে গেলে ত্যাগ আর ধৈর্য সবচেয়ে বড় শক্তি।


✨ এই অধ্যায়ে দেখানো হলো কিভাবে ঢাকার দিনগুলোতে অরিন্দমের সংগ্রাম আর একাকিত্ব তাকে আরও দৃঢ় করে তুলল। more...

No comments:

720

Powered by Blogger.